তেঘরিয়ায় প্রকাশিত সংবাদের বিপক্ষে বিবৃতি

তেঘরিয়া

গত ১৯ আগষ্ট ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের বেয়ারা গ্রামে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দোষীদের বিচার চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মো. ইব্রাহিম কার্দি ও তার পরিবার। মানব বন্ধের সংবাদটি প্রচার করা হয়েছে বেশ কয়কটি গণমাধ্যমে।

এবার গণমাধ্যম ইব্রাহিম কার্দির ভুল তথ্য প্রকাশ করা হয়েছে বলে লিখিত একটি বিবৃতি দিয়েছেন তেঘরিয়া ইউনিয়নের জনসাধারন।

গনমাধ্যমগুলোতে প্রচারের উদ্দেশ্যে দেয়া বিবৃতিতে বলা হয়, তেঘরিয়া ইউনিয়নে বেয়ারা গ্রামে ইব্রাহীম কার্দির বাড়ি ভাঙুর ও অন্যান্য অভিযোগের ভিত্তিতে যে সংবাদ প্রকাশ করা হয় ও যাদের নামে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।

 যাদের নাম  প্রচারিত করা হয় তারা কেওই উক্ত ঘটনার সাথে জড়িত না।

 

লিখিত বিবৃতি তে আরো বলা হয়, অভিযোগকারী ইব্রাহীম কার্দি এরশাদ সরকারের আমলে জাতীয় পার্টি করতো, এরশাদ সরকার পতন হলে ১৯৯১ সনে বিএনপিতে যোগদান করেন।

 ২০০৮ সালে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পরে সে আবার আ: লীগে যোগ দেয় এবং আওয়ামী লীগের কিছু কর্মীদের নিয়া এলাকায় সন্ত্রাসের রাজত্বে কায়েম করেন।

 হাসিনা সরকার পতনের পূর্ব পর্যন্ত সে অনেক লোকের বিরুদ্বে উদ্দেশ্য প্রনোনিত ও হয়রানী মূলক মিথ্যা মামলার নামে পুলিশি হয়রানি করে চাদা আদায় করতেন। তার সন্ত্রাসী কর্মকান্ডে এলাকার মানুষ অতিষ্ট হয়ে যায়।

 

এ কারনে  উক্ত ইব্রাহীম কার্দির মিথ্যা অভিযোগ এলাকাবাসী দৃঢ়ভাবে প্রত্যাখান করি ও প্রতিবাদ জানাই।