নাজিউল্লাহ ভূইয়া:
নানা আয়োজনের মধ্যে দিয়ে কেরানীগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে দিবসটি উপলক্ষে কেরাণীগঞ্জ উপজেলা প্রশাসন বেশ কিছু কর্মসূচি গ্রহণ করে।
এর মধ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন , আলোচনা সভা, র্যালি, শিক্ষার্থীদের মাঝে ভাষণের কপি প্রধান ও শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
উপজেলা অডিটেরিয়ামে আলোচনা সভার সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ। আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসিল্যান্ড ও দুই থানার অফিসার ইনচার্জ ,কেরানীগঞ্জ অফিসার্স ক্লাবের সদস্যবৃন্দ , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।
সভাপতির বক্ত্যবে উপজেলা নির্বাহী অফিসার আবু রিয়াদ বলেন “বঙ্গবন্ধুর এই এই ভাষণ জাতিকে একত্র করার আহবান জানায়। এই ভাষণ মানুষের মনে দেশপ্রেম জাগ্রত করে। তিনি উপস্থিত সকলকে আহবান জানান এই ভাষনের তাতপর্য উপলব্ধি করে নিজেকে দেশপ্রেমে উদ্বেলিত করে দেশের সেবায় নিয়োজিত করার।
পরে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়। পুরস্কার বিতরনী অনুষ্ঠান শেষে এক বর্নাঢ্য র্যালির আয়োজন করা হয়।
নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের মাকসুরা খাতুন আলিফ ও মাইশা ভাষণে পুরস্কার লাভ করে।