দেশব্যাপী ফের আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু। বর্ষা মৌসুম শুরুর পর থেকেই এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্তের হার বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনাও। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে ডেঙ্গু। নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯২৬ জন।
রোববার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সর্বশেষ যে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে তাদের ৪ জনই ঢাকা সিটি করপোরেশনের বাসিন্দা। এদের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটির এবং দুজন ঢাকা উত্তর সিটির। বাকি দের মধ্যে একজন চট্টগ্রামের এবং একজন বরিশালের।
এদিকে নতুন আক্রান্ত দের মধ্যে ৩১৬ জনই রাজধানীর বাসিন্দা। এ ছাড়া ঢাকার আশপাশে ১৯৬ জন, চট্টগ্রামে ১৫১ জন, খুলনায় ১০১ জন, বরিশালে ৬৫ জন, রাজশাহীতে ৪৬ জন, রংপুরে ৩৩ জন, এবং ময়মনসিংহে ১৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন সর্বশেষ ২৪ ঘণ্টার হিসাবে।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর একদিনে সারাদেশে ডেঙ্গু নিয়ে ৮৮৭ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রোববারের আগ পর্যন্ত সেটিই ছিল একদিনে সবচেয়ে বেশি আক্রান্তের রেকর্ড।
সব মিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৩১ জনের প্রাণ কেড়ে নিয়েছে ডেঙ্গু। আক্রান্ত হয়ে এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ হাজার ৩৪ জন।
১ জানুয়ারি থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত মারা যাওয়া ১৩১ জনের মধ্যে ৫৪ দশমিক ২ শতাংশ নারী এবং ৪৫ দশমিক ৮ শতাংশ পুরুষ।
উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
এদিকে গত এক দিনে সারাদেশে ৮০৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ২১ হাজার ৮১ জন।
আরোও পড়ুনঃ নির্বাচনী ব্যবস্থা ও পুলিশের সংস্কারে সহায়তা করতে চায় জাতিসংঘ