ঢাকার কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের পশ্চিম বামনশুর এলকায় সিসিটিভি এর ক্যামেরার মাধ্যমে সানজু নামের এক চোরকে একটি অটোরিকসা ও কয়েকটি ব্যাটারি সহ আটক করে এলাকাবাসী। সোমবার রাত ৯ টায় তাকে আটক করা হয়।
সিসিটিভি ফুটেজ দেখে আটককৃত সানজু জিঞ্জিরা ইউনিয়নের নামাবাড়িতে ভাড়া থাকে। তার গ্রামের বাড়ি শরীয়তপুর এলাকায়।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সিসিটিভি ফুটেজ দেখে তারা সানজুকে আটকের পরে রিক্সাচালককে খুজে বের করে। এ সময় রিক্সাচালক জানায়, তাকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে হাত পা বেধে রিক্সা নিয়ে পালিয়ে যায়।
আটককৃত সান্জুর পরিবারকে খবর দিলে, তার পরিবার এসে সান্জু নির্দোশ দাবী করে এবং স্থানীয় আওয়ামীলীগের এক নেত্রীর পরিচয় দেখিয়ে এলাকাবাসীকে হুমকি ধামকি দিতে থাকে
। এ সময় এলাকার লোকজন র্পুলিশে খবর দেয়।পুলিশের সামনে সানজুর পরিবার এলাকাবাসীকে হুমকি ধামকি দিলে স্থানীয়রা উত্তেজিত হয়ে যায়।
পরে পুলিশ সান্জুকে গ্রেপ্তার করলে, তার পরিবার ঘটনাস্থল ত্যাগ করে।
এ সময় স্থানীয়রা চলমান ডাকাত আতঙ্ক এবং চুরি বেড়ে যাওয়া নিয়ে প্রশাসনের কাছে তাদের আতঙ্কের বিষয়টি উল্লেখ করে সুস্ঠ তদন্ত এবং তাদের নিরাপত্তার বিষয়টা জোড়দার করার দাবী জানান।
কেরানীগঞ্জ মডেল থানা পুলিশও এলাকাবাসীকে আস্বস্ত করে নিরাপত্তার বিষয়টা জোড়দার করা হবে বলে জানান।
নাজিউল্লাহ ভূইয়া, শাক্তা প্রতিনিধি:
আরো পড়ুনঃ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা