ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ঢাকা জেলা বিএনপি ও দক্ষিন ছাত্রদলের

Uncategorized

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ঢাকা জেলা বিএনপি ও ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদল।

শুক্রবার একুশের প্রথম প্রহরে জিনজিরা পিএম পাইলট স্কুলের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন—ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরী দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেল আলী বাবু, ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন সাজ্জাদ , ঢাকা জেলা দক্ষিন ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

ঢাকা জেলা দক্ষিন ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা বলেন, “বায়ান্নর ভাষা আন্দোলন শহীদ দিবস পরবর্তীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। সেই সময়ের যে আবহ, যে ধারণাকে প্রতিষ্ঠিত করার জন্য শহীদরা আত্মাহুতি দিয়েছিলেন, তা এখনো আবহমান।” জুলাই-আগস্ট পরবর্তী সময়ে আমরা মনে করছি যে, বাংলাদেশসহ সারাবিশ্বের মানুষ তাদের মতামত প্রকাশ করতে পারবে।”