যথাযোগ্য মর্যাদায় কেরানীগঞ্জে মহান বিজয় দিবস পালিত

Uncategorized

যথাযোগ্য মর্যাদায় ঢাকার কেরানীগঞ্জে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সকালে জিনজিরার মনু ব্যাপারীর ঢালে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দেয়ার মাধ্যমে দিবসটি পালন শুরু করা হয়। বীর শহীদদের স্মরণে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন, কেরানীগঞ্জ মডেল থানা, দক্ষিণ কেরানীগঞ্জ থানাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মাঠে বীর মুক্তিযোদ্ধা ও বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

দিবসটি উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলা প্রাঙ্গনে বিজয় মেলার আয়োজন করা হয় । কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া বিজয় মেলার উদ্বোধন করেন। এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) মোঃ রইছ আল রেজুয়ান,কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) মনিষা রানী কর্মকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজসহ দক্ষিণ কেরানীগঞ্জ থানা ও কেরানীগঞ্জ মডেল থানার বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।