রাজধানীর কেরানীগঞ্জে ০৪ ছিনতাইকারী গ্রেফতার

কেরানীগঞ্জ শুভাড্যা

প্রতিবেদকঃ মোঃ রাহাত হোসেন

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে ০৪ জন ছিনতাইকারী কে গ্রেফতার করেছে র‌্যাব- ১০ ।

গত ০৭ মার্চ  আনুমানিক রাত ১০.৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০৪ জন ছিনতাইকারী কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ মিরাজ (১৯), পিতা- মোছলেম উদ্দিন, সাং-বাংলাবাজার, থানা-নড়িয়া, জেলা-শরীয়তপুর, ২। মোঃ শাওন (১৯), পিতা-মোঃ সোহেল বেপারী, সাং-রহমতপুর, জিনজিরা, থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকা, ৩। রুমান শিকদার (১৯), পিতা-নাছির শিকদার, সাং-শাহাপুরা, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী, ৪। মোঃ রিপন (২৭), পিতা-মোস্তফা হাওলাদার, সাং-বেগুনবাড়ী, চুনকুটিয়া চৌরাস্তা, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০৪টি চাকু উদ্ধার করা হয়।

ছিনতাইকারী

 

তিনি আরোও জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ছিনতাই মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ূনঃ নানা আয়োজনে কেরানীগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন