শাহজালাল ইসলামি ব্যাংকের আয়োজনে প্যাসেফিক কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলে বৃক্ষরোপন কর্মসূচি

Uncategorized শাক্তা

❝ আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়❞ প্রতিপাদ্যে ঢাকার  কেরানীগঞ্জের প্যাসিফিক কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলে  শাহজালাল ইসলামি ব্যাংকের  সহযোগিতায় বৃক্ষরোপন  কর্মসূচির  আয়োজন করা  হয়।শাক্তা ইউনিয়নের পশ্চিম বামনশুর খেলার মাঠে এই কর্মসূচির অংশ হিসেবে নানা প্রজাতির গাছ রোপন করা হয়।পরে শিক্ষার্থী ও এলাকার সুধী মহলের মাঝে বিভিন্ন প্রজাতির বনজ,ফলজ এবং ঔষধি গাছের প্রায় চার শতাধিক (৪০০)চারাগাছ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।শিক্ষার্থীরা চারা গাছ উপহার হিসেবে পেয়ে খুবই উৎফুল্ল হয়।

কর্মসূচির উদ্ভোদক  শাহজালাল ইসলামি ব্যাংক আটিবাজার শাখার ম্যানেজার কাজী শাহীন কাদির বলেন,❝ ভূমি ক্ষয়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, পরিবেশ দূষণ ও প্রাকৃতিক ভারসাম্যহীনতা থেকে পৃথিবীকে রক্ষা করতে বৃক্ষরোপণের বিকল্প নেই।আমরা নিজেরা বৃক্ষরোপন করব, সেগুলোর পরিচর্যা করব এবং এ সকল কর্মকান্ডে অংশ গ্রহণ করতে উৎসাহিত করব।❞

প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মো বায়োজিদ হোসেন
বলেন, ❝গাছ প্রকৃতির অমূল্য সম্পদ। আমরা গাছ কাটার কুফল গত গরমের সময় টের পেয়েছি। আমরা বেশি বেশি গাছ রোপণ করব তবেই আমরা ছায়া পাব, প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকবে।তাই তোমাদেরকে আজ চারাগাছ উপহার হিসেবে দেওয়া হল।আমি আশা করি তোমরা সেগুলোর পরিচর্যা করবে। ❞পরে তিনি আয়োজক হিসাবে শাহজালাল ইসলামি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামি ব্যাংক আটিবাজার শাখার ডেপুটি ম্যানেজার তরিকুল ইসলাম, শফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ব্যাংকটির কেরানীগঞ্জ শাখার সহকারী এক্সিকিউটিভ অফিসার মো রাকিব হোসেন, শাহাদাত হোসেন হুমায়ুন কবীর প্রমুখ।