শিক্ষাবৃত্তি

সাজ্জাদ সালেহা ট্রাস্টের উদ্যোগে মেধাবীদের শিক্ষাবৃত্তি প্রদান

কেরানীগঞ্জ

ঢাকার কেরানীগঞ্জে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেছে সাজ্জাদ সালেহা ট্রাস্ট।
বৃহস্পতিবার ৪ জানুয়ারী বছরের শুরুতেই কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি  প্রদান করা হয়েছে।

ট্রাস্টের চেয়ারম্যান মোকাররম হোসেন সাজ্জাদ জানান, আমাদের ট্রাস্টের পক্ষ থেকে প্রতিবছর আমরা কেরানীগঞ্জের বিভিন্ন দরিদ্র মেধাবী ছাত্রদের সহায়তা প্রদান করে থাকি। এই বছর ও আমরা আমাদের ট্রাস্টের পক্ষ থেকে জিনজিরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫ জন শিক্ষার্থীর মাঝে আমাদের শিক্ষাবৃত্তি দিয়েছি।

যারা শিক্ষাবৃত্তি পেয়েছে তাদের উদ্দ্যেশে মোকারম হোসেন সাজ্জাদ বলেন, তোমাদের জ্ঞানের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করতে ইবনে রুশদ ও আল-বিরুনীর মতো জ্ঞান অর্জনের জন্য সবচেয়ে বেশি সময় দিতে হবে এবং আলোকিত মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।

উল্লেখ্য, সাজ্জাদ সালেহা ট্রাস্ট থেকে প্রতিবছরের ন্যায় এ বছরও কেরানীগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।

আরো পড়ুনঃ কেরানীগঞ্জ এ সেনা সদস্যদের ভোটবর্জনের লিফলেট দিলেন নিপুন রায়