সিরাজদিখান মুন্সিগঞ্জের চিত্রকোড ইউনিয়নের খালপাড় এলাকার প্রবাসী শৈকত (২৭) নামে এক যুবককে হত্যার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও খালপাড় এলাকাবাসী।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় খালপাড় প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে রাজানজর বাজারের অটো স্ট্যান্ড এলাকায় কয়েক’শ মানুষ এই মানববন্ধনে অংশ নেন।
নিহত সৌদি প্রবাসী শৈকত
সিরাজদিখান উপজেলার চিত্রকোড ইউনিয়নের খালপাড় এলাকার মৃত +++++ পুত্র ও মা হাজেরা বেগমের(৫৬) ছেলে। সে দীর্ঘ দিন প্রবাস জীবন কাটিয়ে ১ মাসের জন্য আদরের একমাত্র সন্তান সানজিদা হক তুয়া কে দেখতে আসে। প্রবাস থেকে আসার ৮ দিনের দিন সন্ধ্যায় শৈকতকে খালপাড় মধ্যপাড়া ব্রিজে একা পেয়ে নির্মম ভাবে আহত করে এতে তার মাথা,বুকের হাড়,ও পা ভেঙে ফেলে। তার সেদিন দূর্বিত্তরা তাকে সেখানেই রেখে যান। এর পর সেদিন সেখান থেকে তার পরিবার উদ্ধার করে এর পর পপুলার হাসপাতাল, ও এর পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এ সময় সে তার পরিবারের কাছে তার আহতের সাথে জড়িতদের নাম প্রকাশ করে যায়।এর দীর্ঘ ১২ দিন লাইফ সাপোর্টে রাখার পর তার লিভার হার্টসহ ব্রেনের নানান সমস্যা দেখা দেয় এর পর গত ২৮ জানুয়ারি মঙ্গলবার সে শেষ নিশ্বাস ত্যাগ করেন। এর পর আজ শুক্রবার মানববন্ধনে উপস্থিত শৈকতের মা হাজেরা বেগম বলেন, আমি প্রশাসনের কাছে আমার ছেলে হত্যার বিচার চাই যেন ভবিষ্যতে এভাবে তার কোন বাবা মায়ের বুক খালি না হয়।
মানববন্ধনে উপস্থিত স্থানিয়রা আরো বলেন,
নিহত শৈকত খুবই শান্ত ও ভদ্র ছেলে ছিলো । তার এই অকাল মৃত্যুতে আমরা মর্মাহত। আমরা শৈকতের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং ফাঁসি দাবি জানাচ্ছি।
নিহত শৈকতের বড় ভাই জহিরুল ইসলাম বলেন তার ভাইয়ের খুনিদের ৭ জনের নাম উল্লেখ করে এর মধ্যে, আব্দুল কাদের, শিহাব,মিন্টু,স্বপন,পলাশের নাম উল্লেখ করেন।