এসিসি

ভারত কি পাকিস্তানের বিপক্ষে খেলতে ও হারতে ভয় পাচ্ছে?

খেলাধূলা

শ্রীলঙ্কার মাটিতে এবারের এশিয়া কাপ যেন এক বড় বাঁধার নাম। ঠিক সেই বাঁধাকে অতিক্রম করতেই সম্ভবত এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচগুলো শ্রীলঙ্কার কলম্বো থেকে হাম্বান্টোটায় সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলো এসিসি, সংশ্লিষ্ট কতৃপক্ষকে অবহিতও করা হয়েছিলো এ ব্যাপারে। কিন্তু এর কিছুক্ষণ বাদেই সে সিদ্ধান্ত থেকে সরে আসে তারা। এসিসি থেকে জানিয়ে দেয়া হয় যে পরবর্তী ম্যাচগুলো হাম্বানটোটায় না বরঞ্চ আগে থেকে নির্ধারিত কলম্বোর ভেন্যুতেই হবে। 

এসিসি এর এমন সিদ্ধান্তে চটেছেন নাজাম শেঠি। এ সিদ্ধান্তের পেছনে ভারতের বিসিসিআই এর দিকে অভিযোগের আঙ্গুল তুলছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক এ প্রধান।  

এক টুইটবার্তায় নাজাম শেঠি বলেন,

বিসিসিআই/এসিসি আজ পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানিয়েছিল যে বৃষ্টির পূর্বাভাসের কারণে তারা  ভারত পাকিস্তানের পরবর্তী ম্যাচের ভেন্যু পরিবর্তন করে কলম্বো থেকে হাম্বানটোটায় সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক ঘণ্টার মধ্যেই তারা তাদের সিদ্ধান্ত বদলে ফেলল এবং কলম্বোকে ভেন্যু হিসেবে ঘোষণা করল। কি হচ্ছে ? ভারত কি পাকিস্তানের বিপক্ষে খেলতে ও হারতে ভয় পাচ্ছে? বৃষ্টির পূর্বাভাস দেখুন!”

এ বার্তায় তিনি দুটো স্ক্রিনশট শেয়ার করেন যেখানে দেখা যায় আসন্ন ম্যাচগুলো যে তারিখে হওয়ার কথা সে তারিখের প্রতিদিন ই কলম্বোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশী যেখানে হাম্বান টোটায় সে সম্ভাবনা নেই বললেই চলে।