কেরানীগঞ্জের এ বছরে হাটের ইজারা পেলেন যারা

আগানগর কেরানীগঞ্জ জিনজিরা শুভাড্যা

প্রতিবেদকঃ মোঃ রাহাত হোসেন

দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। আগামী ৭ জু্ন দেশের ধর্মপ্রান মুসলমানদের এই ধর্মীয় উৎসব পালিত হবে বলে ইতোমধ্যে ঘোষণা করেছেন সরকারের সংশ্লিষ্টরা। এ ঈদের বিশেষ আকর্ষণ পশু কুরবানি করা। কেরানীগঞ্জে দীর্ঘ ১৬ বছর পরে এই প্রথম উন্মুক্ত ভাবে কুরবানীর পশুর হাট- বাজারের টেন্ডার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জ  উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়ার  নেতৃত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে বুধবার দুপুরে কুরবানীর  হাটের ইজারা সকল ইজারাদারগনের উপস্থিতিতে উন্মুক্তভাবে এই টেন্ডার কার্যক্রম পরিচালনা করা হয়।

এবছর কেরানীগঞ্জ উপজেলার ১৩ টি হাটের ইজারা প্রদানের জন্য ৪২ টি সিডিউল বিক্রি করা হয়। সবার সামনেই টেন্ডার বক্স খুলে টেন্ডারগুলো বের করে সেগুলো যাচাই-বাছাই করা হয়। পরে প্রত্যেকটি হাট-বাজারের সর্বোচ্চ  মূল্য প্রদাকারী ব্যক্তিকে এক বছরের জন্য প্রতিটি হাট- বাজারের জন্য  ইজারা প্রদান করা হয়।

এ বছর যাদের দেওয়া হাট- বাজারগুলো হচ্ছে
এই উন্মুক্ত টেন্ডার কার্যক্রম অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন, উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ আসিফ উল্লাহ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাইবুর রহমান প্রমূখ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া বলেন, দীর্ঘদিন পরে উন্মুক্তভাবে আমরা হাট -বাজারের ইজারা  প্রদানের এই টেন্ডার কার্যক্রম পরিচালনা করলাম। এতে হাট-বাজার ইজারা পাওয়ার জন্য  যারা এই টেন্ডার কার্যক্রমে অংশগ্রহণ করেছিলেন  তারাও অনেক সন্তোষ প্রকাশ করেছেন। এই প্রক্রিয়ায় কোন ভুল বোঝাবুঝির সুযোগ নেই। আগামীতেও আমরা স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে প্রতিটি টেন্ডার কার্যক্রম পরিচালনা করব ইনশাআল্লাহ।