ঢাকার কেরানীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ভেজাল ও অনুমোদনহীন উপকরণ ব্যবহারের অভিযোগে দুইটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল সোমবার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের মুক্তিরবাগ এলাকায় মেসার্স বাশার মোরব্বা ও সেমাই কারখানা এবং বাংলা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করে।
আরও পড়ুনঃ ডায়াপারের অনুমতি নিয়ে তৈরি হচ্ছিল ফিডার; প্রতিষ্ঠানকে জরিমানা ২ লাখ
অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার। তিনি জানান, মেসার্স বাশার মোরব্বা ও সেমাই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে মোরব্বা তৈরি ও বাজারজাত করা হচ্ছিল। এছাড়া কারখানার মোড়কে ভুল ঠিকানা ব্যবহার করায় প্রতিষ্ঠানটির মালিক আবুল বাশারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে বাংলা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কারখানার ল্যাবে মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল পাওয়া যায় এবং বিএসটিআই অনুমোদিত মোড়ক পরিবর্তন করে নতুন করে মোড়কজাত করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, “জনস্বাস্থ্য রক্ষায় আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে। যেকোনো প্রতিষ্ঠান যদি আইন লঙ্ঘন করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুনঃ ডায়াপারের অনুমতি নিয়ে তৈরি হচ্ছিল ফিডার; প্রতিষ্ঠানকে জরিমানা ২ লাখ