হত্যা মামলায় মোল্লা ফারুক বাহিনীর আরও ৩ সদস্য আটক

কেরানীগঞ্জ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের গোলাম বাজার এলাকায় দিন দুপুরে ইট বালু ব্যবসায়ী যোবায়ের হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের করা মামলার আরও তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মৎস্য ভবন এলাকা থেকে র‍্যাব, ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, আমির হোসেন, গুল মোহাম্মদ , আবুল হোসেন ।

মামলার আইও দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ পরিদর্শক কামরুল ইসলাম জানান, এ হত্যাকাণ্ডের ঘটনার পড় থেকেই আসামিদের গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। মামলা রুজু হওয়ার পর থেকে থানা পুলিশের পাশাপাশি, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র‍্যাব ও অভিযান শুরু করে।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তি ও তথ্য প্রযুক্তি সহায়তার আজ রাজধানীর মৎস্য ভবন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে ইতিমধ্যে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলমান আছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মোল্লা ফারুকসহ ১৬ জন ও অজ্ঞাতনামা ৩৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

 

আরও পড়ুনঃ ব্যবসায়ী জুবায়ের হত্যা মামলায় “মোল্লা ফারুক বাহিনী”র মাসুদ গ্রেফতার