আল্লাহর ইচ্ছায় ২ ঘন্টা ডুবে থাকার পরেও বেঁচে ফিরসি

কেরানীগঞ্জ

সদরঘাটে ওয়াটার বাস ডুবির ২ ঘন্টা পরে পানির নিচ থেকে বেঁচে ওঠা সামিয়া জানান, ‘ভাবিও নাই এ ঘটনার পর বেঁচে ফিরব’ আল্লাহর ইচ্ছেয় বেঁচে ফিরসি।

‘বাংলা বাজার থেকে বই কিনে ফেরার সময় নৌকায় উঠতে চেয়েছিলাম। কিন্তু সাঁতার না জানার কারণে পর্যন্ত ওয়াটার বাসে উঠি। যে ভয়টা পাইছিলাম, সেই ঘটনাই ঘটেছে।’ ‘ভাবিও নাই এ ঘটনার পর বেঁচে ফিরব’ আল্লাহর ইচ্ছেয় বেঁচে ফিরসি।

সামিয়া আরো জানান, ‘ডুবন্ত অবস্থায় কেউ একজন আমার পা থেকে একটি জুতা খুলে ফেলে। আমি তখন পানিতে হাবুডুবু খাচ্ছি। এর মধ্যে আরেকজন এসে আমার আরেক পা ধরে টান দিয়ে উপরে তুলে ফেলে। উপরে উঠে কিছু একটা ধরে ভাসছিলাম। এর মধ্যে বেশ খানিকটা সময় পার হয়ে গেছে। তারপর ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে আমাকে উদ্ধার করে।

১৭ বছর বয়সী সামিয়া এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছেন। মুসলিমনগর বালুরমাঠ এলাকায় তার বাসা। বাবার নাম নূর আলম মুনশি, কেরানীগঞ্জে তার ছোট একটা পাঞ্জাবির দোকান আছে।

সামিয়ার মা খাদিজা বেগম সাথে কথা বলে জানা যায়, ‘সামিয়ারা ৩ ভাই এক বোন। বাবার আর্থিক অবস্থা খুব একটা ভালো না। তাই মেয়ের লেখাপড়া শিখে অনেক বড় হওয়ার ইচ্ছা। সে ৩টা টিউশনি করে নিজের খরচ চালায়। এবার নূর মোহাম্মদ হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। এখনো পরীক্ষার রেজাল্ট না হলেও পড়ালেখা এগিয়ে নিতে বাংলাবাজারে ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজির বই কিনতে যায় সামিয়া।’

আরো পড়ুনঃ কেরানীগঞ্জে পিকাপে পিষ্ট শিশুর মৃত্যু; দেখতে গিয়ে আরেক শিশু আহত