কেরাণীগঞ্জ গার্মেন্টস পল্লীতে জামায়াত সমর্থিত ব্যাবসায়ীদের মিছিল ও পথসভা

Uncategorized

কেরাণীগঞ্জ গার্মেন্টস পল্লীতে জামায়াত সমর্থিত ব্যাবসায়ীদের মিছিল ও পথসভ


কেরাণীগঞ্জ গার্মেন্টস পল্লীর বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ব্যবসায়ীদের উদ্যোগে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়। গতকাল ৭ আগষ্ট বুধবার জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে শুরু হয়ে নাগরমহল, তেলঘাট, বয়েজ ক্লাব, জোড়া ব্রীজ হয়ে আবার জেলা পরিষাদ মার্কেটের সামনে এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে আয়োজন শেষ হয়।
.
পথসভায় বক্তারা দীর্ঘ সাড়ে পনের বছরের স্বৈারাচারের জুলুম নির্যাতন হতে মুক্ত হওয়ায় আল্লাহর শুকরিয়া আদায় করেন। বাংলাদেশকে দ্বিতীয় বারের মতো স্বাধীনতার স্বাদ দেয়ায় ছাত্র-জনতাকে মোবারকবাদ জানান। নতুন করে দেশ পুনর্গঠনের জন্য সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
.
সমাবেশ বক্তারা গার্মেন্টস ও দোকান মালিক সমবায় সমিতিতে সবার ঐক্যমত্যের ভিত্তিতে সমন্বয় করে কমিটি করার কথা বলেন। সবাই ব্যাবসায়ীদের চাদামুক্ত নিরাপদ পরিবেশ গড়ে তোলার আহবান জানান।
.
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বসুন্ধরা থানার এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওঃ মোঃ মির্জা মাসরুর রহমান, আগানগর ইউনিয়ন সেক্রেটারি মোঃ জাকির হোসেন, শ্রমিক কল্যান ফেডারেশন কেরানীগঞ্জ বসুন্ধরা থানার দায়িত্বশীল মোঃ রেজাউল করিম, মোহাম্মদ রফিকুল ইসলাম, জামায়াত নেতা মামুনুর রশীদ, আল আমীন খান প্রমুখ।