কেরানীগঞ্জে অন্যের জমি বিক্রি করতে গিয়ে জালিয়াত চক্রের ৩ সদস্য গ্রেফতার

আইন ও আদালত কেরানীগঞ্জ

কেরানীগঞ্জে অন্যের জমি ভুয়া দাতা সেজে বিক্রি করার সময় হোতাসহ জালিয়াত চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ সাব রেজিস্ট্রি অফিস থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, ভুয়া দাতা মো: মিঠু, দলিলের স্বাক্ষী নুর মোহাম্মদ ও সহযোগী সাগর আহমেদ বাবু।

দক্ষিণ কেরানীগঞ্জের সাব রেজিস্ট্রার মো: ইমরুল খোরশেদ বলেন, কুলমিরচর মৌজায় সিরাজ মিয়ার নামে থাকা ৫ শতাংশ জমি সাব কবলা দলিল করতে সাব রেজিস্ট্রার অফিসে আসেন মিঠু সহ অন্যরা। এসময় মিঠু নিজের নাম গোপন করে জমির মালিক সিরাজ বলে পরিচয় দেন। তবে তার কথাবার্তায় সন্দেহ জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে জানায়, তার প্রকৃত নাম মিঠু। সঙ্গে থাকা বাবুকে দেখিয়ে বলে, বাবু টাকার প্রলোভন দেখিয়ে তাকে ভুয়া দাতা সাজিয়ে নিয়ে এসেছে। জাল দলিলের স্বাক্ষীদাতা ছিলেন বাবুর আরেক সহযোগী নুর মোহাম্মদ। পরে দক্ষিণ কেরানীগঞ্জ সাব রেজিস্টার তাদের পুলিশের কাছে সোপর্দ করেন জানিয়ে তিনি আরও বলেন, এ ঘটনায় আটক ৩ জনের বিরুদ্ধে অফিসের কেরাণী মোক্তার হোসেন বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নিয়মিত মামলা করেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও ভূয়া দলিলের সনাক্তরী ইকবাল হোসেন মিন্টুকে শোকজ করা হয়।