ঢাকার কেরানীগঞ্জে সরকারি খালের মাটি কেটে ইট তৈরির কাজে ব্যবহারের দায়ে তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাট মিয়ার পরিবারের মালিকানাধীন এআর বিক্রস নামের একটি ইটভাটা কে ৫ লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় ওই ইটভাটা য় এ অভিযান চালানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক আব্দুল্লাহপুর এলাকার এক বাসিন্দা বলেন, এআর বিক্রস দীর্ঘদিন ধরে খালের মাটি অবৈধভাবে কেটে নিয়ে ইটভাটায় ব্যবহার করছিল। আমরা অনেকদিন ধরেই এই অন্যায়ের প্রতিবাদ করতে চেয়েও পারিনি। প্রশাসনের হস্তক্ষেপে মাটিখেকোদের এ অন্যায় কাজ বন্ধ হয়েছে। তিনি আরও বলেন, শুধু জরিমানা নয়, মাটিখেকোদের জেল হওয়া উচিত। যাতে আর কেউ সরকারি খালের মাটি কাটার সাহস না পায়।
এ বিষয়ে জানতে তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাট মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মুঠোফোন সংযোগ বন্ধ পাওয়া যায়।
দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুন বলেন, “সরকারি খালের মাটি অবৈধভাবে কেটে ইটভাটায় ব্যবহার করার অপরাধে এআর বিক্রস নামের ইটভাটাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের মাটিখেকোদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।”
আরোও পড়ুনঃ কেরানীগঞ্জে নৌকা মাঝি শ্রমিক অধিকার ইউনিয়নের পরিচিতি সভা ও সমাবেশ