কেরানীগঞ্জে ইসরায়েলি পণ্য বয়কটের দাবিতে মানববন্ধন ও লিফলেট বিতরণ

কেরানীগঞ্জ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বর্বর হামলার প্রতিবাদে এবং ইসরায়েলি পণ্য বয়কটের লক্ষ্যে জনসচেতনতা তৈরিতে মানববন্ধন ও লিফলেট বিতরণ করেছে কেরানীগঞ্জ মডেল টাউনের বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ীরা।

বুধবার (৯ এপ্রিল) বিকেলে কেরানীগঞ্জের কদমতলী এলাকায় লায়ন শপার্স ওয়ার্ল্ডের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ইসরায়েলি পণ্য চেনার সুবিধার্থে ইসরায়েল সমর্থিত পণ্যের তালিকা সম্বলিত লিফলেট সাধারণ মানুষের মাঝে বিতরণ করেন।

আয়োজকরা বলেন, ‘গাজায় মানবাধিকার লঙ্ঘন করে যে নিপীড়ন চালানো হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর একমাত্র উপায় হলো এসব পণ্য বর্জন করা। আমরা চাই, জনগণ এসব পণ্য সম্পর্কে সচেতন হোক এবং বিকল্প পণ্যের দিকে ঝুঁকে পড়ুক।’

এসময় বক্তারা সকলকে সচেতন হয়ে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান এবং ফিলিস্তিনের শহীদ ও নিপীড়িত মানুষের জন্য দোয়া মোনাজাত করেন।