ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় আহসান উল্লাহ (৫৫) নামে এক গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ ২৩ মে মঙ্গলবার সকাল ৯টার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ডের কাঁচা বাজারে এ ঘটনা ঘটে। নিহত আহসান উল্লাহ মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার খাসকান্দি গ্রামে মৃত হাসান আলীর ছেলে। স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে তিনি আব্দুল্লাহপুর এলাকাতে ভাড়া বাসায় থাকতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আহসান উল্লাহ একজন গরু ব্যবসায়ী ছিলেন। আব্দুল্লাহপুরের ভুট্টু কসাইয়ের কাছে ব্যবসার সুবাদে বাকিতে গরু বিক্রি করেছিলেন। দীর্ঘদিন ধরে পাওনা টাকা আদায় করতে গিয়ে ব্যর্থ হন নিহত ব্যবসায়ি আহসান উল্ল্যাহ। আজ সকালে আহসান উল্লাহ আব্দুল্লাহপুর স্ট্যান্ডের বাজারে ভুট্টু কসাইয়ের কাছে টাকা চায়। টাকা চাওয়াতে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ৬-৭ জন মিলে আহসান উল্লাহকে মারধর করে আহত করে। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় আহসান উল্লাহকে স্থানীয় স্বদেশ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, দক্ষিন কেরানীগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর করা হয়েছে বলে পরিবারের লোকজন অভিযোগ করেছেন। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহজামান জানান, আব্দুলপুর বাজারের পাওনাদারকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীদের ধরতে আমাদের কাজ চলমান। একটি হত্যা মামলা প্রস্তুতি চলছে
আরো পড়ুনঃ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনার ৪ ডাকাত গ্রেপ্তার