কেরানীগঞ্জে আইএফআইসি ব্যাংকে চুরি, ১৫ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৩

কেরানীগঞ্জ রোহিতপুর

ঢাকার কেরানীগঞ্জে আইএফআইসি ব্যাংকের একটি উপশাখায় চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চুরি হওয়া ১৫ লাখ টাকার বেশি উদ্ধার করা হয়েছে।

গত ৯ জুন রাতে কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর ইউনিয়নের বোডিং মোড়ে ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আইএফআইসি ব্যাংকের রোহিতপুর উপশাখায় এ চুরির ঘটনাটি ঘটে। অজ্ঞাতনামা চোরেরা ব্যাংকের পেছনের ওয়াশরুমের ভেন্টিলেটর ভেঙে ভিতরে ঢুকে পড়ে। এরপর সিসি ক্যামেরার তার কেটে ফেলে এবং ভোল্ট ভেঙে প্রায় ১৫ লাখ ৩০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়।

পরে পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম-সেবা এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশ ও কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো—মোঃ সিয়াম (২১), যার বাসা কেরানীগঞ্জের বন্ধ ডাকপাড়ায়, তার কাছ থেকে ৭ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়; আলআমিন (৩০), কেরানীগঞ্জ মডেল টাউনের বাসিন্দা, তার কাছ থেকে উদ্ধার করা হয় ২ লাখ ৪০ হাজার টাকা; এবং ইমরান শেখ (২৬), মাদারীপুর সদর উপজেলার বাসিন্দা, তার কাছ থেকে উদ্ধার হয় ৫ লাখ ৪০ হাজার টাকা।

পুলিশ মোট ১৫ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করেছে। এছাড়া চুরির কাজে ব্যবহৃত একটি ডিভিআর হার্ডডিস্ক, লোহার শাবল, চাকু ও গ্রাইন্ডিং মেশিনও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।