কেরানীগঞ্জে মাটি কাটতে বাধা দেওয়ায় পুলিশের উপর নেতার হামলা

কেরানীগঞ্জ বাস্তা

ঢাকার কেরানীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার ঘটনায় বাধা দেয়ায় পুলিশের উপর শ্রমিক লীগের নেতার হামলার ঘটনায় ঘটেছে।এতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের এসআই সাইদুর রহমান, এসআই নির্মল সেন ও এক কনস্টেবল আহত হয়। এ ঘটনায় পুলিশ একাধিক মামলার আসামি বাস্তা ইউনিয়ন আওয়ামী শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন(৪৫),বাস্তা ইউনিয়ন আওয়ামী কৃষক লীগের সহ-সভাপতি নূর মোহাম্মদ(৩৮) ও তাদের এক সহযোগী হানিফকে (৩৪)  আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

ঢাকার কেরানীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার ঘটনায় বাধা দেয়ায় পুলিশের উপর শ্রমিক লীগের নেতার হামলার ঘটনায় রবিবার দিবাগত ভোর রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাস্তা ইউনিয়নের রাজাবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

ঘটনার বিবরনে জানা যায়, রাতের আঁধারে এলাকাবাসীর জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে দুষ্কৃতকারীরা জরুরি সেবা ট্রিপল নাইনে  এমন ফোন পেয়ে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশের দুইজন এসআই কনস্টেবল সহ রাজাবাড়ী ভাওয়ারভিটি এলাকায় গিয়ে ঘটনাস্থলে মাটিকাটা বাধা দেয়ায় নেশাগ্রস্ত অবস্থায় জয়নাল নুরু সহ তার কয়েকজন সহযোগী পুলিশের উপর চড়াও হয়। এতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের এসআই সাইদুর রহমান, এসআই নির্মল সেন ও এক কনস্টেবল আহত হয়। পরবর্তীতে ওয়ারলেস মারফত ঘটনা থানাকে অবহিত করলে অতিরিক্ত পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে জয়নাল, নূরু ও হানিফ কে আটক করে থানায় নিয়ে আসে।

প্রতিবন্ধী স্কুলের পরিচালকের হাফেজ নাছির খান (৩৭)জানান, গত ২১ জানুয়ারী আমার স্কুলের মাটি ভরাট করার সময় ডি.বি পুলিশ পরিচয় দিয়ে তাদের খরচ পাতির জন্য ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা চাঁদা দাবী করে। আমি তাতে বাধা প্রদান করলে সন্ত্রাসীরা আমাকে ধাক্কা দিয়ে ফেলে বাম পায়ের টাকনুর গোড়ালী ভাঙ্গিয়া ফেলে। তিনি অভিযোগ করেন এলাকার মুরববী লোকজনের কাছে জানতে পারলাম এরা মূলত কোনাখোলা এলাকার জয়নালের লোক।

দক্ষিন কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহজামান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের উপর হামলার ঘটনায় তিনজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তিনি বলেন,এরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী জয়নালের নামে দক্ষিণ কেরানীগঞ্জ থানা সহ একাধিক দস্যুতা, মাদক ছিনতাই চাঁদাবাদি সহ অন্তত সাতটি মামলা রয়েছে।

আরো পড়ুনঃ কেরানীগঞ্জে স্কুল ছাত্র হত্যা মামলায় ১১জন গ্রেপ্তার