ঢাকার কেরানীগঞ্জে কেরানীগঞ্জ বাইকারস ফ্রেন্ডস ক্লাব (KBFC) নামে একটি সংগঠন মহান বিজয় দিবসের ৫২ বছর উপলক্ষ্যে বিজয় র্যালি ও তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করেছে। স্বার্থের বলয়ে নয়, বুন্ধুত্ব বেচে থাক ভালবাসার বন্ধনে এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটি চতুর্থ বর্ষপূর্তি পালন করছে।.
বর্ষপূর্তি উপলক্ষে গত ২৯ ডিসেম্বর ২০২৩ রোজ শুক্রবার কেরাণীগঞ্জ থেকে পদ্মার ওপার শিবচরের কাঠালবাড়ি পর্যন্ত এক বাইক র্যালী ও দিনভর নানা আনন্দ আয়োজনের অনুষ্ঠান করে সংগঠনটি। উক্ত অনুষ্ঠানের মূল অভিপ্রায় ছিলো কেরানীগঞ্জের সকল বাইকারদের একত্রিত করা এবং দিনটি সকলের সাথে ভালোভাবে উদযাপন করা। কেরানীগঞ্জ বাইকারস ফ্রেন্ডস ক্লাব (KBFC) খুব ভালোভাবেই সেটি সম্পন্ন করতে সক্ষম হয়েছে।
দিন ভর গ্রামীণ পরিবেশে সেইফ বাইক গ্রপ ট্রাভেল, ডি জে পার্টি, বিকেলে ড্রোন ক্যাপচার, পদ্মা নদীর তীরে ভ্রমন, নৌ ভ্রমন, নতুন বন্ধু ও পুরানো বন্ধুদের সাথে পরিচয় সেমিনার, দুপুরে খাওয়া দাওয়া, বাচ্চাদের খেলাধুলা নাচ গান সহ নানা আয়োজন করা হয় দিনটি উপলক্ষে ।
আয়োজকদের সাথে কথা বললে তারা জানান, আমাদের এই আয়জনের মূল উদ্দেশ্য হলো বর্তমান জেনারেশন ও আগামী জেনারেশনকে ভ্রমণে উৎসাহিত করা এবং তারা যেন মাদক বা অন্য কোন অপরাধ প্রবণতস্য আসক্তি না হয়।
এর আগে বাইকারস ক্লাবটি তাদের পূর্বের বর্ষ উদযাপন করে ব্যাপক সাড়া ফেলে। ঠিক তারই ধারাবাহিকতায় এবারের বর্ষপূর্তি আরও জমকালো ও সুষ্ঠুভাবে করার জন্য নানামুখী পদক্ষেপ গ্রহন করা হয় । কেরানীগঞ্জের সক্রিয় একটি বাইকিং গ্রুপ কেরানীগঞ্জ বাইকারস ফ্রেন্ডস ক্লাব (KBFC) বিভিন্নভাবে বাইকারদের মন জয় করে আসছে।
সংগঠনটি বাইকারদের বিভিন্নভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে, যার কারণে দিনে দিনে কেরানীগঞ্জ বাইকারস ফ্রেন্ডস ক্লাব (KBFC)) এর সুনাম সারা বাংলাদেশের দিনে দিনে ছড়িয়ে পড়ছে। কেরানীগঞ্জ বাইকারস ফ্রেন্ডস ক্লাব (KBFC) শুধুমাত্র বাইকিং করেই ক্ষান্ত নয় তারা সামাজিক বিভিন্ন কার্যকলাপে অংশ নিয়ে অসহায় মানুষদের সেবা করে আসছে