প্রতিবেদকঃ মোঃ রাহাত হোসেন
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিদ্যুৎতের তারে আটকে পড়া টিয়া পাখি উদ্ধারে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ‘অ্যানিমেল রেসকিউ সদস্য তাশফিয়ান আতিফের (২২) মৃত্যুর বিচার এবং ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একইসঙ্গে যথাযথ প্রশিক্ষণ ছাড়া কোনো ‘অ্যানিমেল রেসকিউ’ প্রতিষ্ঠান যাতে কাজ করতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশের আইজিকে নির্দেশ দিয়েছেন আদালত।
নিহত আতিফের মা তানজিনা রহমান টুম্পার করা এক রিটের শুনানি শেষে বুধবার (১৩ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও মোহাম্মদ আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম শাহজাহান আকন্দ মাসুম। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিদ্যুতের তারে আটকে পড়া টিয়া পাখি উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ‘রবিনহুড দ্য অ্যানিমেল রেসকিউ সোসাইটি’র সদস্য তাশফিয়ান আতিফ চিকিৎসাধীন অবস্থায় গত ২২ ডিসেম্বর মারা যান। আতিফকে দগ্ধ অবস্থায় প্রথমে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে ২২ ডিসেম্বর মধ্যরাতে সে মারা যান। আগের দিন ২১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে কেরানীগঞ্জের হাসনাবাদ ইনসাফ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আতিফের বাবা মো. নাজমুল গনমাধ্যম কর্মীদের জানান, তাদের বাসা লালবাগ। আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল আতিফ। পশুপাখির প্রতি ভালোবাসা থেকে লেখাপড়ার পাশাপাশি এই কাজ করত সে।
ঘটনার পর রবিনহুড দ্য অ্যানিমেল রেসকিউ সোসাইটির প্রধান আফজাল খান গণমাধ্যমকে জানান, তাদের অফিস খিলগাঁওয়ে। তারা বিপদে পড়া পশুপাখি উদ্ধারে কাজ করেন। তারা মুঠোফোনে খবর পান যে হাসনাবাদ এলাকায় বিদ্যুতের খুঁটিতে ঘুড়ির সুতায় একটি টিয়া পাখি আটকে আছে।
এরপর তাদের ৫-৬ জনের একটি দল ঘটনাস্থলে যায় পাখিটি উদ্ধারে। ঘটনাস্থলে একটি তিনতলা বাড়ির ছাদে ওঠেন উদ্ধারকারীরা। আতিফ তার হাতে থাকা লাঠি দিয়ে পাখিটি উদ্ধার করতে যায়। তবে লাঠিটি বিদ্যুতের তারে লাগার সঙ্গে সঙ্গে আগুন জলে ওঠে। এতে তিনজন বিদ্যুতায়িত হন। দ্রুত তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।
আতিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সেদিন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আতিফকে দগ্ধ অবস্থায় প্রথমে বার্ন ইনস্টিটিউটে আনা হয়। পরে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি করা হলে সেখানেই মধ্যরাতে মারা যান তিনি। এ ছাড়া আহত শফিককে ভর্তি রাখা হয়। তবে রুপককে চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়।
আরো পড়ুনঃ কেরানীগঞ্জে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ও ফার্মেসিকে জরিমানা