প্রধানমন্ত্রীর পক্ষে কালিন্দী ইউনিয়ন আওয়ামীলীগের ঈদ উপহার বিতরণ

কালিন্দী কেরানীগঞ্জ

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জনসাধারনের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে  ঈদ উপহার বিতরণ করেছে কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগ। বুধবার ১৯ এপ্রিল সকালে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের চড়াইল খেলার মাঠে  এ ঈদ উপহার বিতরণ করা হয়।

 

ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: ইয়ামিনের সভাপতিত্বে ঈদউপহার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগের সদস্য মো: হুমায়ন গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালন্দি ইউনিয়নের সাবেক সহ সভাপতি মো: জিলহজ। এছাড়া কালিন্দী ইউনিয়নের অন্যান্যরাও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

 

 

সভাপতির বক্তব্যে মো: ইয়ামিন বলেন,  মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কালিন্দী ইউনিয়ন আওয়ামীলীগ পরিবারের নিজস্ব অর্থায়নে প্রায় ১ হাজার পরিবারের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খাদ্য দ্রব্য বিতরন করছি। সবার সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে আমাদের এই আয়োজন। সমাজের বিত্তশীলরা যদি অসহায়দের পাশে দাড়ায়, তাহলে অভাব বলতে কোন শব্দ থাকবে না। ঈদের হাসি ফুটুক সবার মুখে।

আরো পড়ুনঃ কেরানীগঞ্জ ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত