প্রার্থিতা ফিরে পেয়ে যা বললেন মাহিয়া মাহি

বিনোদন রাজনীতি

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছিলেন মাহিয়া মাহি । তবে গত ৩ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের সময় এক শতাংশ ভোটারের ভুয়া স্বাক্ষর পাওয়ার অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

আজ ১টা ৫৫ মিনিটে নির্বাচন ভবনে আসেন মাহিয়া মাহি। এসময় তার সঙ্গে ছিলেন স্বামী রাকিব সরকার ও আইনজীবী। শুনানিতে অংশ নেওয়া শেষে মাহি বলেন, আমি বরাবরই যোদ্ধা, যুদ্ধ করেই জিতব আমি।

যদিও আপিল তথ্যে তার নাম উল্লেখ করা হয়েছে, শারমিন আক্তার নিপা মাহি। মনোনয়ন পাওয়ার পর পরই মাহি ফেসবুক তিনবার ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট দেন।

রাজশাহী-১ আসনে মাহি স্বতন্ত্র প্রার্থী। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে তিনি এ আসনে স্বতন্ত্র প্রার্থী হন।

প্রার্থিতা ফিরে পেয়ে মাহি বলেন, “রাজশাহী-১ আসনে হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ের মাধ্যমে নির্বাচন হবে। ইনশা আল্লাহ, আমি বিপুল ভোটের মাধ্যমে জয়ী হব।”

আরো পড়ুনঃ  স্টাম্পিং ও কনকাশনে নতুন নিয়ম আনলো আইসিসি