পুলিশের কড়াকড়ির মধ্যেই কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা আদায় করেছে বিএনপি ও যুগপতের শরিক দলের নেতাকর্মীরা।
বুধবার (১৭ জুলাই) বাদ জোহর রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। তবে বিএনপি ও অন্যান্য দলের অসংখ্য নেতাকর্মীকে বায়তুল মোকাররমে প্রবেশ করতে দেয়নি পুলিশ
জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিষয়টি সরকার নিজেরা সমাধান করতে পারত। কিন্তু পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমরা এর প্রতিবাদে কর্মসূচি দিব।
জানাজা নামাজ আদায় শেষে পুলিশ বিএনপির কয়েকজন নেতা-কর্মীকে আটক করে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানায়নি। বিএনপির নেতারা পুলিশের বাধার মুখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় সাধারণ মুসল্লিরাও বায়তুল মোকাররমের গেটে অবস্থান করলে তাদেরও সরিয়ে দেয় পুলিশ।
এ ছাড়া, বায়তুল মোকাররমে গায়েবানা জানাজা নামাজ এর সময় বায়তুল মোকাররমের উত্তর গেটে ও রাস্তায় উপস্থিত ছিলেন জোনায়েদ সাকি ও অন্যান্য সংগঠনের শতাধিক নেতা-কর্মী।
জানাজায় উপস্থিত এক মুসল্লি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘নামাজ পড়ার পর একটা গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। আমি সেখানে উপস্থিত ছিলাম। একজন সাধারণ মুসলমান হিসেবে নামাজ আদায় করেছি। নামাজ পড়া শেষ হতেই পুলিশ বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায়। আমি ভয়ে তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যাই।’
আরো পড়ুনঃ ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ