নামাজ

বৃষ্টির আশায় জেলায় জেলায় ইসতিসকার নামাজ পড়ে কান্নাকাটি

কেরানীগঞ্জ জাতীয় ধর্মীয়

তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য দেশের বিভিন্ন জেলায় বিশেষ  সালাতুল ইসতিসকার নামাজ আদায় ও মোনাজাত করা হয়েছে। সাংবাদিকরা তাদের নিজ নিজ এলাকায় অনুষ্ঠিত বিশেষ নামাজ ও মোনাজাতের খবর জানিয়েছেন।

ঢাকা:

সকালে রাজধানী যাত্রাবাড়ীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা প্রাঙ্গণে নামাজে ইস্তিসকা অনুষ্ঠিত হয়৷ এতে মাদ্রাসার শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন৷

 দুই রাকাত নামাজের আগে নসিবতপূর্ণ বক্তব্য দেয়া হয়৷ পরে দুই রাকাত নামাজে ইস্তিসকা আদায় করেন মুসল্লিরা৷ নামাজ শেষে আল্লাহতালার দরবারে দুই হাত তুলে মোনাজাত করেন তারা৷
চলমান প্রচণ্ড দাবদাহের কারণে অতিষ্ঠ মানুষ সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভের জন্য এ সময় দুহাত তুলে কান্নাকাটিও করেন৷
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর পূর্ব রামপুরার সালামবাগ জামে মসজিদ ও জামিয়া আনওয়ারুল উলূম মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ বিশেষ নামাজে অংশ নেন এলাকার মুসল্লিরা।
প্রায় একই সময়ে রাজধানীর আফতাবনগরে আল সুন্নাহ ফাউন্ডেশনের আয়োজনে বিশেষ ইস্তিস্কার নামাজ আদায় করা হয়। শায়খ আহমাদুল্লাহ হুজুরের ইমামতিতে এ নামাজ আদায় করা হয়। এ সময় নিজেদের গুনাহ প্রতি ক্ষমা চেয়ে আল্লাহর কাছে মাফ ও বৃষ্টি দেওয়ার জন্য দোয়া করা হয়।
আল সুন্নাহ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ বিশেষ নামাজে অংশ নেওয়া হৃদয় নামের একজন বলেন, কয়েকদিন ধরে প্রচণ্ড গরম পড়ছে। বাসা থেকে বাইরে বের হওয়া কষ্টকর হয়ে পড়েছে। রুমে সারাক্ষণ ফ্যান চালিয়েও স্বস্তি পাওয়া যাচ্ছে না।
 

গাজীপুর :

তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে গাজীপুরের টঙ্গীতে তামিরুল মিল্লাত মাদরাসার মাঠে খোলা আকাশের নিচে নামাজ ও বিশেষ মোনাজাত আদায় করেছেন হাজারো মুসল্লি।

মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত এ নামাজে টঙ্গী, বোর্ডবাজার, জয়দেবপুর, ভোগড়াসহ বিভিন্ন এলাকার নানা বয়সী হাজারো মানুষ অংশ নেন।

রাজবাড়ী :

রাজবাড়ীর পাংশায় তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। মঙ্গলবার সকালে উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া স্কুল এন্ড কলেজ মাঠে খোলা আকাশের নিচে এ নামাজ আদায় করা হয়।

বিশেষ এ নামাজে প্রায় ৫ শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজে ইমামতি করেন কাচারীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ সিফাত উল্লাহ। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

 

আরো পড়ুনঃ এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, যা বললেন মিশা-ডিপজল