তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য দেশের বিভিন্ন জেলায় বিশেষ সালাতুল ইসতিসকার নামাজ আদায় ও মোনাজাত করা হয়েছে। সাংবাদিকরা তাদের নিজ নিজ এলাকায় অনুষ্ঠিত বিশেষ নামাজ ও মোনাজাতের খবর জানিয়েছেন।
ঢাকা:
সকালে রাজধানী যাত্রাবাড়ীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা প্রাঙ্গণে নামাজে ইস্তিসকা অনুষ্ঠিত হয়৷ এতে মাদ্রাসার শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন৷
গাজীপুর :
তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে গাজীপুরের টঙ্গীতে তামিরুল মিল্লাত মাদরাসার মাঠে খোলা আকাশের নিচে নামাজ ও বিশেষ মোনাজাত আদায় করেছেন হাজারো মুসল্লি।
মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত এ নামাজে টঙ্গী, বোর্ডবাজার, জয়দেবপুর, ভোগড়াসহ বিভিন্ন এলাকার নানা বয়সী হাজারো মানুষ অংশ নেন।
রাজবাড়ী :
রাজবাড়ীর পাংশায় তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। মঙ্গলবার সকালে উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া স্কুল এন্ড কলেজ মাঠে খোলা আকাশের নিচে এ নামাজ আদায় করা হয়।
বিশেষ এ নামাজে প্রায় ৫ শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজে ইমামতি করেন কাচারীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ সিফাত উল্লাহ। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
আরো পড়ুনঃ এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, যা বললেন মিশা-ডিপজল