প্রতিবেদকঃ মোঃ রাহাত হোসেন
২১ শে ফেব্রুয়ারী মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম প্রহর থেকেই শহীদ মিনারে সব স্তরের মানুষেরা শ্রদ্ধা জানাতে ভিড় করেন।
২১ শে ফেব্রুয়ারী রাত ১২টা ১ মিনিটে উপজেলার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে একুশের কর্মসূচি শুরু করেন। এছাড়াও কালো ব্যাজ ধারণ, প্রভাতফেরি সহকারে শহীদদের পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জানান।
২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা আন্দোলনের ৭২ বছর পূর্ণ হলো আজ। প্রথম প্রহরে রাজধানী ঢাকার কেরানীগঞ্জের উপজেলা প্রাঙ্গণের শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে একুশের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানান কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়্যারম্যান শাহীন আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল বিন করিম,জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকুর হোসেন সাকু, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি মাহমুদ আলম, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটু সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা ৩ আসনের এমপি নসরুল হামিদ বিপু ও কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ম.ই মামুন তিনটি আলাদা আলাদা বাণী দিয়েছেন।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়ার পর থেকে আন্তর্জাতিক পর্যায়েও গত কয়েক বছর ধরে দিবসটি পালিত হচ্ছে। বাঙালি জাতির জন্য এই দিবসটি হচ্ছে চরম শোক ও বেদনার।
অনদিকে মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত। যে কোনো জাতির জন্য সবচেয়ে মহৎ ও দুর্লভ উত্তরাধিকার হচ্ছে মৃত্যুর উত্তরাধিকার-মরতে জানা ও মরতে পারার উত্তরাধিকার। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি শহীদরা জাতিকে সে মহৎ ও দুর্লভ উত্তরাধিকার দিয়ে গেছেন।
আরো পড়ুনঃ মাদক-কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘কঠোর পদক্ষেপ’ : র্যাব ডিজি