কাফনের কাপড় পড়লেও তেঘরিয়া মাঠে মেলা হবে- গয়েশ্বর চন্দ্র রায়

তেঘরিয়া

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েস্বর চন্দ্র রায় বলেছেন কাফনের কাপড় পরার প্রয়োজন হলেও তেঘরিয়া বিটি মাঠে বৈশাখী মেলা অনুষ্ঠিত হবেই। কেউ তা বন্ধ করতে পারবে না। যুগের পর যুগ এ মাঠে মেলা হয়ে আসছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই মাঠে কোন মেলার আয়োজন করতে পারি নি। এখন খুনি হাসিনা নেই আমরা মুক্ত। তাই এ মাঠে আনন্দ পালনের মধ্য দিয়ে মেলা হবে।

আজ ১২ এপ্রিল শনিবার দুপুরে তেঘরিয়া বিটি মাঠে মেলার প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি আরো বলেন, ১৮৪২ সাল থেকে এই মাঠটি বিটি মাঠ হিসেবে পরিচিত। বিগত সরকারের আমলে বিপু ক্ষমতার অপব্যবহার করে কিছু মানুষের জমি অধিগ্রহন না করে এই মাঠটি তার বাবার নামে নামকরন করেন। পরে জানতে পারি মাঠটি বর্তমানে ত্রীড়া উন্নয়ন বোর্ডের অধীনে চলে গেছে। বিষয়টা আমাকে হতাশ করেছে।

গয়েশ্বর চন্দ্র রায় আরো বলেন, প্রাচীন কাল থেকেই এই মাঠে প্রতিবছর বৈশাখ মাসে মেলার আয়োজন হয়। বিগত সরকারের আমলে তা বন্ধ হয়ে যায় । এখন আমরা স্বাধীন, মুক্ত। এই বছর জনগন স্বাধীনভাবে বৈশাখী মেলা ব্যাপক ভাবে পালন করবে।

গয়েশ্বর চন্দ্র রায় মাঠ পরিদর্শন সময় সেখানে উপস্থিত হন, কেরানীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল( দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুন ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজাহার সুমন।

 

গয়েশ্বর চন্দ্র রায়ের সাথে এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুসহ দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

এর আগে মাঠে মেলা হওয়াকে কেন্দ্র করে সোস্যাল মিডিয়ায় নানা সমালোচনা দেখা দেয়। তার পরিপ্রেক্ষিতে মাঠটিতে মেলার অনুমতি বাতিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তা।

আরো পড়ুন: ভূমিদস্যু আনোয়ার

আরো খবর দেখতে ক্লিক করুন এখানে