গত রবিবার (২২ জুন) ভোররাতে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড খেজুরবাগে ‘পাকিজা প্লট’ নামের একটি বহুতল ভবনের নিচতলায় বায়ু গ্যাস থেকে বিস্ফোরণ এ শিশুসহ একই পরিবারের ৩জন আহত হয়েছেন।
আহতরা হলেন শহীদুল ইসলাম(৪০), শিউলি(৩১), আল-সামির (৯)
বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরেছেন। বাসার নিচের সেপটিক ট্যাংক থেকে এই ঘটনা ঘটেছে বলে তাদের দাবি।
এ ঘটনায় আহত শহীদুল ইসলাম বলেন, অনেকদিন আগে থেকেই ঘরের ফ্লোর গরম হয়ে যেতো। এ বিষয়ে আরও তিনমাস আগে থেকে বাড়ির ম্যানেজার ও বাড়িওয়ালাকে জানানো হয়েছিল। কিন্তু তারা দ্রুত কোনো পদক্ষেপ নেয় নাই। তারা যদি তখন এটার সমস্যা সমাধান করতো তাহলে আজকে এতবড় দুর্ঘটনার স্বীকার হতে হতো না আমার পরিবারকে। আজকে বাড়িওয়ালার কারণে আমাদের এই দশা হলেও চিকিৎসা খরচ ব্যতীত তারা আমাদের কোনো সহযোগিতা করছে না। আমি অসুস্থ থাকায় আমার রোজগার বন্ধ, পরিবার নিয়ে রাতে কি খাবো এই চিন্তা করছি আমি।
ঘটনায় আহত শহীদুল ইসলামের স্ত্রী শিউলি জানান, রাতে হঠাৎ করেই বিস্ফোরণের পর ঘরে আগুন ধরে যায়, তখন আমি বুঝতে পেরে আমার শিশু ছেলেকে নিয়ে স্বামীসহ্ বাইরে বের হয়ে যাই। আমাদের ঘরের নিচে একটা সেপটিক ট্যাংকি আছে। হয়তো ঐটা থেকে গ্যাস বের হইয়া এই ঘটনা ঘটছে।
সরেজমিনে আজকে দেখা যায়, বাড়িটির ম্যানেজার হান্নান ব্যাপারী নির্দেশনায় বিস্ফোরণ এ ক্ষতিগ্রস্ত ভবন মেরামতে কাজ করছে নির্মাণ শ্রমিকরা। রোববার রাতের এই ঘটনার পর এখনো বাড়িটির নিচ থেকে গ্যাস বের হচ্ছে জানান বাড়ির ম্যানেজার হান্নান ব্যাপারী। তিনি জানান, ওয়াশরুমের ফ্লোরের নিচ থেকে ইদুরে মাটি সরানো ও পাইপ কেটে ফেলার ফলে গ্যাসের উৎপন্ন হয়। সেই গ্যাস থেকেই বিস্ফোরণ সৃষ্টি হয়েছে।
পোস্তগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ারদার বিস্ফোরণের পেছনে বায়োগ্যাস কিংবা গ্যাস লিকেজের সম্ভাবনা রয়েছে বলে জানায়।
আরোও পড়ুনঃ কেরানীগঞ্জে আইএফআইসি ব্যাংকে চুরি, ১৫ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৩