ব্যবসায়ী জুবায়ের হত্যা মামলায় “মোল্লা ফারুক বাহিনী”র মাসুদ গ্রেফতার

আইন ও আদালত ছিনটাই ও অপরাধ শুভাড্যা

ঢাকার দক্ষিন কেরানীগঞ্জ গোলাম বাজার এলাকায় দিন দুপুরে গুলি করে ও কুপিয়ে ব্যাবসায়ী জুবায়েরকে হত্যাকান্ডের ঘটনায় করা মামলার এজাহার ভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ। আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা জেলার (কেরানীগঞ্জ সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম।

সোমবার দুপুরে রাজধানীর মিডফোর্ড হাসপাতালের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মাসুদ (৩২) বন্দ ডাকপাড়া এলাকার মো. হারুন শেখের ছেলে।

মামলার আইও দক্ষিন কেরানীগঞ্জ থানার উপ পরিদর্শক কামরুল ইসলাম জানান, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ও নিহতের পরিবারের সহযোগীতায় মিডফোর্ড এলাকায় অভিযান পরিচালনা তাকে গ্রেফতার করা হয়। চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের পর থেকেই আসামীরা পলাতক আছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী তার বাবাকে হাসপাতালে ডাক্তার দেখাতে গিয়েছেন বলে জানান। তিনি আরোও বলেন, আগামীকাল আসামীকে আদালতে হাজির করে আমরা রিমান্ড চাইবো। আশা করি এই আসামীর কাছ থেকে প্রাপ্ত তথ্য সুত্র ধরে বাকীদেরও গ্রেফতারে আমরা সক্ষম হবো।

 

ঢাকা জেলার (কেরানীগঞ্জ সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, এই হত্যাকান্ডের ঘটনা জানা মাত্রই আমার নিজের নেতৃতে আসামীদের গ্রেফতারে জেলার বাইরেও অভিযান পরিচালনা করছি। একজনকে আজকে রাজধানী থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকিদের ও গ্রেফতারে এ অভিযান অব্যাহত থাকবে।