মঙ্গলবার (২ জানুয়ারি) বিকালে কেরানীগঞ্জে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত সৃষ্টির লক্ষ্যে নিপুণ রায় এর নেতৃত্বে লিফলেট বিতরণ কর্মসূচী পালন করেন কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপি।
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, “এ সরকারের অধীনে দেশে কোন সুষ্ট নির্বাচন হতে পারে না এটি এখন সর্বজন স্বীকৃত। একতরফা নির্বাচনের নামে গণতন্ত্রকে জবাই করে সার্কাসের আয়োজন করেছে শেখ হাসিনা ও অবৈধ নির্বাচন কমিশন।”
নিপুণ রায় আরো বলেন “ডামী এই প্রহসনের নির্বাচন দিয়ে বিশ্বের বুকে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করা হচ্ছে, সকল গণতান্ত্রিক রাষ্ট্রের কাছে বাংলাদেশ আজ প্রশ্নবৃদ্ধ হচ্ছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেয়া হয়েছে।”
“মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলণ্ঠিত করা হচ্ছে। দেশের মানুষ এই নির্বাচনে অংশ নেব না। নিশিরাতের ভোটের সরকার ও বেহায়া নির্বাচন কমিশনের যৌথ প্রযোজনায় এখন চলছে নির্বাচনী সার্কাস। আগের রাতে ভোট হয়, ভোটাররা ভোটকেন্দ্রে যায় না।” বলে অভিযোগ করেন নিপুণ রায় চৌধুরী।
কোনো কেন্দ্রে শতভাগের বেশি জোরপূর্বক ভোট কাস্টিংও করা হয়। তারপরও সরকার ও কমিশনের বয়ান একই যে, ভোট সুষ্ঠ অনুষ্ঠিত হবে। তারা এই বয়ানটি পূর্বেই টাইপ করে রাখে। তিনি বলেছেন, আওয়ামী লীগ আইন শৃংখলা বাহিনী ও প্রশাসনকে বিশেষ সুবিধা দিয়ে জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্রকে জবাই করেছে।
আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণকে জিম্মি করে সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা চালাচ্ছে। জনগণ আওয়ামী লীগের দুঃশাসন ও দুর্বৃত্তায়নের কবল থেকে মুক্তি চায়। তাই আওয়ামী জুলুমতন্ত্র থেকে দেশের মানুষকে রক্ষায় দল-মত, জাতি-ধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন সাজ্জাদ, থানা যুবদলের সি: যুগ্ন আহবায়ক এডভোকেট শাহীন, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব পাভেল মোল্লাহ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুর রহমান সোহেল ও যুবদল নেতা মানিকসহ স্থানীয় অন্যান্য নেতাকর্মীরা।
বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে সর্বস্তরের জনগণের উদ্যেশ্যে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন প্রত্যাখ্যান করার আহ্বান জানান বিএনপি নেত্রী এডভকেট নিপুন রায় চৌধুরী।
আরো পড়ুন: নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে কেরানীগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ