নির্বাচন বর্জন এর পক্ষে কেরানীগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ

আমার ইউনিয়ন কেরানীগঞ্জ

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে ঢাকার কেরানীগঞ্জে জনসাধারণের মাঝে  লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপির নেতাকর্মীরা। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হচ্ছে।

তারই ধারাবাহিকতায় শনিবার জিনজিরা বাজার, জিনজিরা ফেরিঘাট,বাশ পট্টি ও আশে পাশে লিফলেট বিতরন ও গনসংযোগ করেন বিএনপির নেতা কর্মীরা।

ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন সাজ্জাদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি নেতা মোজাদ্দেদ আলী বাবু, ও ওমর সাহনেয়াজের নেতৃত্ব জনসংযোগ এ দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এসময়  মোকাররম হোসেন সাজ্জাদ বলেন, এ সরকার জনগণের সঙ্গে প্রতিনিয়ত প্রতারণা করছে।তারা মুখে বলে এক আর করে আরেক। এই সরকারকে মানুষ আর বিশ্বাস করে না।

আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে মিথ্যা মামলা ও গ্রেপ্তার করিয়ে জনগণকে ভয়ভীতি দেখিয়ে ক্ষমতায় থাকতে চাইছে

 

তারা। কিন্তু এভাবে বেশিদিন টিকে থাকা যায় না।

 

তাদের পতন যখন হবে, সেটি হবে অতিমাত্রায় ভয়াবহ। সেই দিন আর বেশি দূরে নেই। অতিশীঘ্রই জনগণকে সঙ্গে নিয়ে সরকারের পতন ঘটিয়ে বিজয় ছিনিয়ে আনবে বিএনপির নেতাকর্মীরা। নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে ঢাকার কেরানীগঞ্জে জনসাধারণের মাঝে  লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপির নেতাকর্মীরা।

 

 

আরো পড়ুনঃ কেরানীগঞ্জে সিরিজ ডাকাতি, রহস্য উদঘাটনসহ গ্রেফতার ১০ ডাকাত