নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে ঢাকার কেরানীগঞ্জে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপির নেতাকর্মীরা। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হচ্ছে।
তারই ধারাবাহিকতায় শনিবার জিনজিরা বাজার, জিনজিরা ফেরিঘাট,বাশ পট্টি ও আশে পাশে লিফলেট বিতরন ও গনসংযোগ করেন বিএনপির নেতা কর্মীরা।
ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন সাজ্জাদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি নেতা মোজাদ্দেদ আলী বাবু, ও ওমর সাহনেয়াজের নেতৃত্ব জনসংযোগ এ দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এসময় মোকাররম হোসেন সাজ্জাদ বলেন, এ সরকার জনগণের সঙ্গে প্রতিনিয়ত প্রতারণা করছে।তারা মুখে বলে এক আর করে আরেক। এই সরকারকে মানুষ আর বিশ্বাস করে না।
আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে মিথ্যা মামলা ও গ্রেপ্তার করিয়ে জনগণকে ভয়ভীতি দেখিয়ে ক্ষমতায় থাকতে চাইছে
আরো পড়ুনঃ কেরানীগঞ্জে সিরিজ ডাকাতি, রহস্য উদঘাটনসহ গ্রেফতার ১০ ডাকাত