সংবাদ প্রকাশের পরে পদ হারালেন আ. নেত্রী সাথী আলী

আইন ও আদালত কেরানীগঞ্জ

পাক্ষিক কেরানীগঞ্জের আলো পত্রিকায় সংবাদ প্রকাশের পর শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ও আওয়ামী লীগ নেত্রী সাথী আলীর নিয়োগ বাতিল করেছে উপজেলা প্রশাসন।

 

আজ ২৪ ফেব্রুয়ারি (সোমবার) কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বিষয়টি জানানো হয়। ওই অফিস আদেশে উল্লেখ করা হয়, পুনরাদেশ না দেয়া পর্যন্ত গত ১১ ফেব্রুয়ারি জারিকৃত কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য সাথী আলীর গ্রাম আদালতের চেয়ারম্যান পদে নিয়োগ সংক্রান্ত আদেশ বাতিল করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

 

ঢাকার কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেত্রী সাথী আলী শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের চেয়ারম্যান হওয়া নিয়ে গতকাল ২৩ ফেব্রুয়ারি (রোববার) পাক্ষিক কেরানীগঞ্জের আলো পত্রিকার অনলাইন সংস্করণে শুভাঢ্যায় মামলার আসামী আ.লীগ নেত্রী পেলেন গ্রাম আদালতের চেয়ারম্যানের দায়িত্ব শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এ প্রতিবেদন নজরে আসার পর সাথী আলীর নিয়োগ বাতিল করেন উপজেলা প্রশাসন।