জিনজিরা ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শোক দিবস পালিত

কেরানীগঞ্জ জিনজিরা
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ আগষ্ট) জিনজিরা ইউনিয়ন ৪ নং ওয়ার্ডে  এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
দক্ষিন কেরানীগঞ্জ থানা তাতী লীগের যুগ্ন  সাধারণ সম্পাদক আফজাল হোসেন সানির আয়োজনে এবং সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ম ই মামুন।
প্রধান অতিথির বক্তব্যে ম ই মামুন বলেন, পৃথিবী সৃষ্টির পর থেকে ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন পর্যন্ত বাংলাদেশের মানুষ কখনোই স্বাধীন ছিলো না। তারা বাংলায় কথা বললেও তাদের নিজেদের স্বাধীন কোনো ভূখন্ড ছিলো না।  ভাষাভিত্তিক জাতীয়তাবাদ আন্দোলনের মাধ্যমেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বিভিন্ন ধাপে ধাপে, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতার অর্জনকে ধ্বংস করতেই ১৯৭৫সালের ১৫ আগষ্ট তাকে নির্মম ভাবে হত্যা করা হয়। কিন্তু দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের সেই ইচ্ছা পূরণ হয়নি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য। তার নেতৃত্বে এদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হয়ে এগিয়ে চলছে। তাই আপনাদের প্রতি অনুরোধ আপনারা যার যার স্থান থেকে সৎ ও নিষ্ঠার সাথে দেশের উন্নয়নে কাজ করে যাবেন,পরিশেষে উপস্থিত সকলের কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনায় দোয়া চান।
আলোচনা শেষে ১৫ আগষ্ট শোক দিবস নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। পরে সকলের মাঝে তবারক বিতরন করা হয়।