৬ বছর ধরে অছাত্রদের দখলে ঢাকা জেলা দ: ছাত্রলীগ

কেরানীগঞ্জ রাজনীতি সম্পাদকীয়

ঢাকা জেলা দ: ছাত্রলীগ এর বর্তমান কমিটির অধিকাংশ নেতাকর্মীরই ছাত্রত্ব নেই। ছাত্রত্ব না থাকলেও রহস্যজনক ভাবে বিশেষ ছাত্রত্ব দেখিয়ে রাজনীতি করছেন তারা। সংগঠনের গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটিতে রাখা হয়েছে বহু নেতা কর্মী। হাতে গোনা কয়জনের ছাত্রত্ব থাকলেও তাদের মধ্যে বেশির ভাগ ই বিশেষ ছাত্র। এমনকি কমিটিতে ড্রপআউট ও বহিষ্কৃতরাও রয়েছেন। রয়েছেন বিবাহিতরাও।

জানা যায়, ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারী ঘোষনা করা হয়, ঢাকা জেলা দ: ছাত্রলীগ এর বর্তমান কমিটি। এতে দোহারের গিয়াস উদ্দিন সোহাগ কে সভাপতি এবং কেরানীগঞ্জের এহসান আরাফ অনিক কে সাধারন সম্পাদক ঘোষনা করা হয়। এরপর ৪ বছর পেরিয়ে গেলে ২০২২ সালের ১৮ই এপ্রিল দেওয়া হয় পূর্নাঙ্গ কমিটি

পূর্নাঙ্গ কমিটিতে এত ৪৭ জন সহ সভাপতি, ১১ জন যুগ্ন সাধারন সম্পাদক,১১ জন সাংগঠনিক সম্পাদক,৪২ জন সহ সম্পাদক, ৩৫ জন সদস্যসহ মোট ২২১ জন বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

২০১৮ সালে কমিটি ঘোষনার পর ২০২২ সালে দেওয়া হয় পূর্নাঙ্গ কমিটি। এরপরে ২০২৪ এ এসেও বহাল তবিয়তেই আছে ছাত্রলীগের অর্ধ যুগ পুরানো কমিটি।

সব মিলিয়ে জেলা ছাত্রলীগের এমন অগোছালো অবস্থায় সংগঠনটির তৃণমূল কর্মীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও অসন্তোষ। দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের কমিটি এখন অছাত্র ও বিবাহিত ব্যক্তিদের দখলে। কমিটিতে স্থান না পাওয়ায় নিয়মিত ছাত্ররা করছেন অসন্তোষ প্রকাশ।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা জেলা দ: ছাত্রলীগ এর এক সদস্য জানান, বর্তমান কমিটির নাম ঢাকা জেলা ছাত্রলীগ না দিয়ে বিবাহিত লীগ দিলে ভালো হতো। এখানে বেশির ভাগ ই বিবাহিত, অনেকে গোপনে বিয়ে করলেও, ঢাকা জেলা ছাত্রলীগের অনেক নেতাই ঢাক ঢোল পিটিয়ে প্রকাশ্যে বিয়ে করেও স্ব স্ব পদে বহাল আছে, যা গঠনতন্ত্রের বহির্ভূত।

 

 

পদ প্রত্যাশী অন্য এক সদস্য জানান, ঢাকা জেলার ছাত্রলীগের আগে যে জৌলুস ছিলো এখণ সেটা নাই, ছাত্রলীগটাকে কুক্ষিগত করতে করতে এমন অবস্থা করে ফেলেছে আগামীতে পূর্ণাঙ্গ কমিটিতে যোগ্যতা সম্পন্ন কর্মী দেওয়া মুশকিল হয়ে যাবে। অনেক নেতা চাইছেন তাদের নিজেদের অযোগ্য কর্মীকে ঢাকা জেলার ছাত্রলীগের আগামী কমিটিতে ঢোকাতে। এই কারনেই বর্তমান কমিটি তারা ইচ্ছে করে ভাঙছে না। আমাদের দাবী অচিরেই বর্তমান কমিটি ভেঙে নতুন করে কমিটি দেওয়া হোক। অন্যথায় নতুনরা রাজনীতির আগ্রহ হারিয়ে ফেলবে।

 

‌এ বিষয়ে জানতে চাইলে,ঢাকা জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক এহসান আরাফ অনিক বলেন, , বর্তমান কমিটিতে যাদের ছাত্রত্ব নেই এবং যারা বিবাহিত আছেন, কমিটি ঘোষণা করার সময় তাদের ছাত্রত্ব ছিলো এবং তারা বিবাহিতও ছিলো না। নতুন কমিটির ঘোষণা করায় সময় যাদের ছাত্রত্ব নেই এবং যারা বিবাহিত তাদেরকে কমিটিতে রাখা হবে না বলেও জানান তিনি।

৬ বছর কমিটি থাকতে পারবে কি না জানতে চাইলে তিনি, প্রথমে ছাত্রলীগ গঠনতন্ত্র ২৯(গ) ধারা পড়তে বলেন।

 

তবে তার বক্তব্য অনুযায়ী ছাত্রলীগের গঠনতন্ত্রে ২৫ ধারার পরে আর নতুন কোন ধারা নেই বলে দেখা যায়।

 

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ ইনান জানান, ঢাকা জেলা দক্ষিন ছাত্রলীগ ছাত্রলীগের একটি গুরুত্বপূর্ন ইউনিট। এই ইউনিটটির সাংগঠনিত গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আমরা অতি দ্রুত পদক্ষেপ গ্রহন করবো।

আরো পড়ুনঃ মুরগি সুমনসহ কিশোর গ্যাংয়ের ১৩ সদস্য আটক