ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেরানীগঞ্জ মডেল থানা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কোনাখোলায় আয়োজিত এক ইফতার মাহফিলে মো.ইমরান হোসাইনকে সভাপতি ও মো. ইমন হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট এ আমেলা কমিটি ঘোষণা করা হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত প্রধান বক্তার আলোচনায় ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা জেলা দক্ষিণের সহ-সভাপতিা শেখ মুহাম্মদ সায়েম বলেন, জুলাই আন্দোলনের আগে মানুষ এক বুক আশা বেধেছে এদেশের মানুষ শান্তিতে বসবাস করবে কিন্তু তা না হয়ে আরেকটি নব্য স্বৈরাচারের উত্থান হয়েছে। তিনি আরও বলেন, আমরা দেখেছি নতুন বাংলা, দেখেছি সোনার বাংলা, দেখেছি ডিজিটাল বাংলা, দেখেছি স্মার্ট বাংলা কোন বাংলায়ই এদেশের মানুষকে শান্তি দিতে পারেনি। তাই আগামীতে ইনসাফ ও কল্যাণ রাস্ট্র প্রতিষ্ঠার জন্য চাই ইসলামী বাংলা। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ও হাত পাখাকে সংসদে পাঠানোর জন্য এদেশের মানুষের কাছে আহবান থাকবে। এবং সাথে সাথে চলমান সময়ে আলচিত বিষয় ‘ইনক্লুসিভ রাস্ট্রের’ নামে ট্রান্সজেন্ডারবাদ ও হিন্দূত্ববাদী আগ্রাসন ও এদেশের মানুষ মেনে নিবেনা বলে ঘোষণা দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সহ-সভাপতি আলহাজ্ব হানিফ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সেক্রেটারী হাফেজ মাওলানা জহিরুল ইসলাম।